বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক পদে দায়িত্ব নিলেন অর্চিতা বিদ

18th August 2021 4:00 pm বাঁকুড়া
বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক পদে দায়িত্ব নিলেন অর্চিতা বিদ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বিষ্ণুপুর পৌরসভার নতুন মহিলা পৌর প্রশাসক হলেন  অর্চিতা বিদ! বিদায়ী প্রশাসকের থেকে বুঝে নিলেন দায়িত্বভার!

বিষ্ণুপুর পৌরসভার প্রশাসকমন্ডলীতে রদবদলের পর আজ বিষ্ণুপুরের নতুন পৌর প্রশাসক হিসাবে শপথ নিলেন অর্চিতা বিদ।  বিষ্ণুপুর পৌরসভা ভবনে তিনি বিষ্ণুপুরের বিদায়ী প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পৌরসভার সমস্ত দায়িত্বভার নিজের হাতে তুলে নেন এবং মন্দিরনগরী বিষ্ণুপুরকে আরো সাজিয়ে তোলার পাশাপাশি পৌরসভা এলাকায় আরো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, এর আগে বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক ছিলেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। কিন্তু গতকালই তাকে সরিয়ে অর্চিতা বিদকে নতুন পৌর প্রশাসক করার সিদ্ধান্ত নেয় দল। নতুন দায়িত্ব পেয়ে একদিকে যেমন কাজ করার আশ্বাস দেন তৃণমূলের যুবনেত্রী  অর্চিতা বিদ, অন্যদিকে বিষ্ণুপুরের বাসিন্দা না হওয়া সত্ত্বেও তিনি বিষ্ণুপুরকে আপন করে নেওয়ার কথা বলেন।

এদিকে বিষ্ণুপুর পৌরসভার বিদায়ী প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় দলের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং আগামীতে সম্মিলিতভাবে বিষ্ণুপুরের উন্নয়নের কথা বলেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।